বজ্রপাত-প্রবল বৃষ্টিতে ডুবেছে শহর, ভারত সেবাশ্রমের উদ্যোগে খাদ্য পেলেন দুর্গতরা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: টানা বৃষ্টি আর ভরা কোটালের জোড়া ফলায় ভাসছে কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। কোথাও হাঁটু জল, কোথাও বা কোমর সমান জল পেরিয়ে একপ্রকার বাধ্য হয়েই যাতায়াত করছেন সাধারণ মানুষ। এমন দুর্যোগের দিনে জলবন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘ। সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা দুর্গতদের জন্য খিচুড়ি বিতরণের কাজ শুরু করেছেন।

বৃষ্টির কারণে শুধু রাস্তাই নয়, বহু বাড়িতেও জল ঢুকে পড়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বহু পরিবার। কোথাও হাঁড়ি-কড়াই ভেসে যাচ্ছে, আবার কোথাও জলের দাপটে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে দুর্গতদের কথা ভেবে ত্রাণ নিয়ে পথে নেমেছেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। বড় বড় হাঁড়িতে খিচুড়ি নিয়ে তাঁরা ঘুরে ঘুরে জলবন্দি মানুষদের হাতে তা তুলে দিচ্ছেন। এই সেবাকার্যের তদারকি করছেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন, কোটালের কারণে জল সহজে নামছে না। যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হয়, ততদিন তাঁদের এই সেবাকার্য চলবে। অন্যদিকে, বৃষ্টির জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। দমদম থেকে ট্রেন চললেও তার গতি অত্যন্ত ধীর। বাতিল হয়েছে বহু ট্রেন। মেট্রো পরিষেবাও বিঘ্নিত। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে। জল জমে থাকায় রাস্তায় অটোও নেই। এই অবস্থায় ভারত সেবাশ্রমের এই উদ্যোগ বহু মানুষের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *