পশ্চিম এশিয়ায় বড় মোড়, প্যালেস্তাইনকে স্বীকৃতি দিল ফ্রান্স: ইজরায়েলের সঙ্গে কী হতে চলেছে? – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ক্রমশ উত্তেজনা বাড়ছে। একদিকে গাজায় ইজরায়েলের অভিযান চলছে, অন্যদিকে একের পর এক দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ সোমবার প্যালেস্তাইনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছেন। জাতিসংঘের এক বৈঠকের পরেই এই পদক্ষেপ নেওয়া হলো।
রাষ্ট্রের মর্যাদা অধিকার, পুরস্কার নয়: জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, “প্যালেস্তাইনি জাতির মর্যাদা একটি অধিকার, কোনো পুরস্কার নয়।” তিনি এই মন্তব্য করেন এমন একটি বৈঠকে, যার উদ্দেশ্য ছিল ইজরায়েলের পাশাপাশি একটি প্যালেস্তাইনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা পুনরায় শুরু করা। যদিও ইজরায়েল এই পদক্ষেপের বিরোধিতা করে বলেছে যে এটি হামাসকে উৎসাহিত করবে।
ফ্রান্সের যুক্তিতে কী?
কানাডা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া প্যালেস্তাইনকে স্বীকৃতি দেওয়ার একদিন পরেই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ একই ঘোষণা করলেন। তিনি বলেন, “আমাদের সর্বশক্তি দিয়ে দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে ইজরায়েল এবং প্যালেস্তাইন শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে পাশাপাশি থাকতে পারে।”
দুই-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ: জাতিসংঘ
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচও বলেছেন, “দুই-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ, যা বর্তমানে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করতে পারে।” তিনি আরও জানান, এই সমাধান নিয়ে সোমবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।
ইজরায়েলের অবস্থান কী?
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে সরাসরি অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জর্ডান নদীর পশ্চিমে কোনো প্যালেস্তাইনি রাষ্ট্র গঠিত হবে না। নেতানিয়াহু এই পদক্ষেপকে হামাসকে পুরস্কৃত করার সমান বলে অভিযোগ করেছেন।