ফের নিম্নচাপের ভ্রুকুটি! পঞ্চমী থেকে দুর্যোগের আশঙ্কা, জেনে নিন আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর আনন্দ ফিকে করে দিতে পারে আরও এক দুর্যোগ। পঞ্চমী তিথি থেকেই ফের নিম্নচাপের প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমান নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে গেলেও, ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার চতুর্থীর দিন ফের একটি নতুন নিম্নচাপ তৈরি হবে।
আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নতুন এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে। এটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং শুক্রবার পঞ্চমীর দিনে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর মূল প্রভাব পড়বে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টি হতে পারে। তৃতীয়ার দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর শনিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৭৮ এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বরের বৃষ্টির রেকর্ডের পর ষষ্ঠ সর্বোচ্চ। তবে এটি কোনোভাবেই ক্লাউড বার্স্টের ঘটনা নয়।