ভাগ্য খুলতে নতুন ঝাড়ু ঘরে আনবেন? বাস্তুশাস্ত্র কী বলছে, জানলে চমকে যাবেন! – এবেলা
এবেলা ডেস্কঃ
বাস্তুশাস্ত্র অনুযায়ী, নতুন ঝাড়ু শুধু ঘরের আবর্জনা দূর করে না, এটি সৌভাগ্য ও সমৃদ্ধি আনারও মাধ্যম। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, নতুন ঝাড়ু কেনার নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা মেনে চললে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বলা হয়, ঝাড়ু হলো দেবী লক্ষ্মীর প্রতীক। তাই ঝাড়ুকে সব সময় পরিষ্কার ও উঁচু স্থানে রাখা উচিত। তবে, কোন দিকে ঝাড়ু রাখা উচিত বা কোন দিকে রাখা উচিত নয়, সে বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। বিশেষজ্ঞরা বলছেন, ঝাড়ু সবসময় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে রাখা শুভ। ভুলেও তা রান্নাঘর বা পূজার ঘরে রাখা উচিত নয়।
এছাড়াও, ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলা জরুরি। নোংরা বা ভাঙা ঝাড়ু ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়। একই ভাবে, ঝাড়ু কোনও কোণায় দাঁড় করিয়ে রাখা বা রাতে ঘর ঝাড়ু দেওয়াও ঠিক নয়। বাস্তুশাস্ত্রের এই নিয়মগুলি মেনে চললে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।