নিউইয়র্কে ট্রাম্পের জন্য রাস্তা বন্ধ, গাড়ি থেকে নেমে এক পুলিশকে যা করলেন ম্যাক্রোঁ – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক বিরল ঘটনার সাক্ষী হলেন সাধারণ মানুষ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর গাড়িবহরকে আটকে দিল স্থানীয় পুলিশ। যে কারণে গাড়ি থেকে নেমে ম্যাক্রোঁকে যা করতে দেখা গেল, তা অবাক করার মতোই।

ঠিক কী ঘটেছিল? সেই সময় নিউইয়র্কের রাস্তায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তাঁর গাড়িবহরের জন্য রাস্তা খালি করতে নিউইয়র্ক পুলিশ ম্যাক্রোঁর গাড়িকে আটকে দেয়। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে গাড়ি থেকে নেমে আসতে হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এক পুলিশ অফিসারের সঙ্গে তিনি কথা বলেন। ওই পুলিশ অফিসার তাঁকে জানান, ট্রাম্পের গাড়িবহরের জন্য রাস্তা বন্ধ করা হয়েছে।

এরপরই ঘটে আসল চমক। ম্যাক্রোঁ পকেট থেকে মোবাইল বের করে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেন। হাসতে হাসতে ট্রাম্পকে তিনি বলেন, রাস্তা পরিষ্কার করে দিতে। এই ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ম্যাক্রোঁর এই আচরণে মুগ্ধ হন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *