পুজোর আগে বড় চমক! কর্মীদের জন্য কোটি টাকা খরচ করল হাওড়া পুরসভা, কিন্তু কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

পুজোর মুখে কর্মীদের মুখে হাসি ফোটাল হাওড়া পুরসভা। সোমবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাফাইকর্মীদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ সুরক্ষামূলক কিট। একইসঙ্গে ঘোষণা করা হলো, বর্ধিত বেতন ও বকেয়া অর্থ প্রদান করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে কর্মীদের নিরাপত্তা এবং আর্থিক সহায়তা নিশ্চিত করা হলো।

জানা গেছে, হাওড়া পুরসভা নর্দমা পরিষ্কারের কাজে যুক্ত ২১৫ জন কর্মচারীর জন্য বিশেষ সুরক্ষা কিটের ব্যবস্থা করেছে। এই কিটে রয়েছে বিশেষ ধরনের পোশাক, সেফটি চশমা, জুতো, হেলমেট, গ্লাভস এবং রাসায়নিক প্রতিক্রিয়া থেকে বাঁচানোর জন্য মাস্ক। দীর্ঘদিন ধরে কর্মীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছিল, তারই পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিনের অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, প্রায় ১১০০ সাফাইকর্মীর বকেয়া বর্ধিত অর্থ বাবদ প্রায় ৩১ লক্ষ টাকা পুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে। এছাড়া, পুরসভার ১৫০০ অস্থায়ী কর্মচারীর বেতনে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে।

সুজয় চক্রবর্তী আরও বলেন, “আমাদের কর্মীদের নিরাপত্তা ও আর্থিক স্বার্থ রক্ষা করা আমাদের প্রধান কাজ। এই সুরক্ষা কিট ও বেতন বৃদ্ধি আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টারই অংশ।” পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কর্মীরা বলছেন, এতে কাজের নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি পুজোর আনন্দও দ্বিগুণ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *