দিল্লিতে রাতভর চলবে রামলীলা ও দুর্গাপূজা! মাইক বাজানোর সময়সীমা নিয়ে বড় ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
রামরাজ্যের অনুপ্রেরণা! এই কথা বলেই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত হিন্দু উৎসব-অনুষ্ঠানে মাইক বাজানোর সময়সীমা বাড়িয়ে দিলেন। চলতি উৎসবের মরসুমে দিল্লি সরকার ঘোষণা করেছে, রামলীলা ও দুর্গাপূজা চলাকালীন রাত ১২টা পর্যন্ত মাইক বাজানো যাবে। রেখা গুপ্ত নিজেই জানান, এর মধ্য দিয়ে রামরাজ্যের অনুপ্রেরণা প্রতিফলিত হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি সবসময় দেখেছি, আমাদের হিন্দুদের উৎসবেই নানান বিধিনিষেধ আরোপ করা হয়। রামলীলা ও দুর্গাপূজার মতো অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করা সম্ভব হয় না। অনেক রাজ্যে রাতভর অনুষ্ঠান চলে, তাহলে দিল্লিবাসীকে কেন রাত ১০টায় চুপ হয়ে যেতে হবে?”
রেখা বলেন, এই কারণেই রামলীলা, দুর্গাপূজার মতো ধর্মীয় উৎসব রাত ১২টা পর্যন্ত চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এই সময়ে লাউডস্পিকারও বাজানো যাবে। এক বিজ্ঞপ্তিতে দিল্লি সরকার জানিয়েছে, রামলীলা, দুর্গাপূজা, দশেরা বা এ ধরনের অনুষ্ঠানে রাত ১২টা পর্যন্ত মাইক বাজানোর অনুমতি থাকবে। ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। এতে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা স্বাক্ষর করেছেন।
তবে নির্দেশে বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজকদের আবাসিক এলাকায় শব্দদূষণ সংক্রান্ত ৪৫ ডেসিবেলের নির্ধারিত বিধি মেনে চলতে হবে। দিল্লির পরিবেশমন্ত্রী মজিন্দর সিং সিরসা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, রামলীলা কমিটির এটি দীর্ঘদিনের দাবি ছিল। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি সরকারও মাইক বাজানোর সময় রাত ১২টা পর্যন্ত বাড়িয়েছিল।