ভ্যাপসা গরমের পর সুখবর! আসছে টানা বৃষ্টি, পুজোতেও কী ভাসবে কলকাতা? – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রায় মেঘভাঙা বৃষ্টির পর শহরের বিভিন্ন অংশ এখনও জলমগ্ন। রাতভর টানা পাঁচ ঘণ্টার বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই দুর্যোগ এখনই কাটছে না। বরং বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির মাত্রা বেশি থাকবে। কিন্তু শনিবারে অর্থাৎ পঞ্চমীর দিন থেকে ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। ওই দিন ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে। বর্তমানে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে। ২৫ সেপ্টেম্বরের পর পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই একাধিক নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির বিপরীতে উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত স্থিতিশীল। সেখানে পুজোর মেজাজ বজায় রয়েছে। আপাতত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই। তবে দার্জিলিঙে শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা জারি করা হয়েছে।