বিমানে ‘দাদাগিরি’ দেখাতে গিয়ে চরম বিপদে যাত্রী, মাঝ আকাশে যা ঘটল, তা জানলে চমকে উঠবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি সিঙ্গাপুর থেকে বিশাখাপত্তনমগামী একটি স্কুট এয়ারলাইন্সের বিমানে এক যাত্রীর চরম অভব্য আচরণের ঘটনা নেটমাধ্যমে শোরগোল ফেলেছে। সহযাত্রীর পোস্ট থেকে জানা যায়, ৪০ বছর বয়সী এক ব্যক্তি গোটা যাত্রাপথেই বিমানকর্মী ও সহযাত্রীদের হেনস্তা করেন। অবশেষে বিমানটি অবতরণ করার পর তাকে বিমানবন্দরেই নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, চার ঘণ্টার ওই বিমানযাত্রায় ওই ব্যক্তি বারবার বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। তিনি প্রথমে জল চেয়েও না পেয়ে অভিযোগ করেন যে ভারতীয় হওয়ার কারণে তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে। অভিযোগের সুর চড়িয়ে তিনি চিৎকার করে বলেন, “আমরা ভারতীয় বলেই এমন করছেন!”

এতেই শেষ নয়, অভিযোগ ওঠে ওই ব্যক্তি বিমানের শৌচাগার ব্যবহারের অযোগ্য করে তোলেন। বিমানসেবিকা তাকে ভমিটিং ব্যাগ দিতে চাইলেও তিনি তা নিতে অস্বীকার করেন। বরং বিমানকর্মীকে হুমকি দিয়ে বলেন, “আপনি জানেন আমি কে? আমি আপনার বিরুদ্ধে মামলা করব।” এমন দুর্ব্যবহারের পর বিমানটি বিশাখাপত্তনমে নামতেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাকে নিজেদের হেফাজতে নেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী এক সহযাত্রী রেডিটে পুরো ঘটনাটি তুলে ধরেন। তিনি আরও জানান, ‘স্কুট এয়ারলাইন্স’ ওই যাত্রীকে আগামী পাঁচ বছরের জন্য তাদের বিমানে নিষিদ্ধ ঘোষণা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *