অতঃপর স্বপ্ন সত্যি হলো! জাতীয় পুরস্কার নিয়ে কী বললেন শাহরুখ? – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান তিনি। একই বিভাগে ‘১২ ফেইল’ ছবির জন্য পুরস্কারটি ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত মেসি। এছাড়া, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখোপাধ্যায়।
পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত শাহরুখ বলেন, “জাতীয় পুরস্কার শুধু একটি অর্জন নয়, এটি একটি দায়িত্বের স্মারক। এটি আমাকে মনে করিয়ে দেয়, যা আমি করি তা গুরুত্বপূর্ণ, এবং আমাকে আরও নিষ্ঠার সঙ্গে সিনেমার সেবা চালিয়ে যেতে হবে।” বিশ্বব্যাপী ১,১৬০ কোটিরও বেশি আয় করে ‘জওয়ান’ ব্লকবাস্টার হিট হয়েছিল। এছাড়া, সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জাতীয় পুরস্কার জিতেছে বিক্রান্ত মেসি অভিনীত ‘১২থ ফেইল’।