শয়তান জেগে উঠেছে! সক্রিয় হল ভারতের একমাত্র আগ্নেয়গিরি, হঠাৎ কেন এমন ঘটনা ঘটল? – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে পরপর দু’বার অগ্ন্যুৎপাত হয়েছে। ১৩ ও ২০ সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছে বলে সোমবার ২২ সেপ্টেম্বর কর্মকর্তারা জানিয়েছেন। পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হিসাবে পরিচিত। এই অগ্ন্যুৎপাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে, যা বিজ্ঞানী ও পর্যটকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
বিস্ফোরণ কি বিপদ ডেকে আনবে
মাত্র আট দিনের ব্যবধানে দুটি অগ্ন্যুৎপাত হলেও কর্মকর্তারা জানিয়েছেন যে উভয় ক্ষেত্রেই অগ্ন্যুৎপাতের মাত্রা ছিল খুবই কম। ১৩ সেপ্টেম্বরের প্রথম বিস্ফোরণে সামান্য ছাই ও গ্যাস নির্গত হয় এবং ২০ সেপ্টেম্বরের দ্বিতীয় বিস্ফোরণেও একই ধরনের ছাই ও গ্যাস নির্গত হয়েছে। এর ফলে পরিবেশ বা স্থানীয় মানুষের জীবনযাত্রার ওপর কোনো বড় প্রভাব পড়েনি।
সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে
যদিও বিস্ফোরণগুলি সামান্য ছিল, তবে নির্গত ছাই ও গ্যাস স্থানীয় পরিবেশকে সামান্য প্রভাবিত করতে পারে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন পর্যটকদের ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। কারণ, আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ও গ্যাস বিষাক্ত হতে পারে। বিস্ফোরণের পর পুরো আকাশ ধোঁয়া ও ছাইয়ের মেঘে ছেয়ে যায়, যা দেখতে বেশ ভয়ঙ্কর লাগছিল।