সস্তা হোটেলের খোঁজে গিয়ে কী হলো? এক ফোন কলে ফাঁস হলো ‘প্রেমিকের কীর্তি’, অবাক পুলিশও – এবেলা
এবেলা ডেস্কঃ
ভুলটা করেছিলেন সামান্য ৪০০ টাকা বাঁচানোর জন্য। কিন্তু সেই ভুলের মাশুল গুনতে হলো জেলে গিয়ে। প্রেমিকার সঙ্গে হোটেলে এক রাত কাটিয়েছিলেন এক যুবক। হোটেলে বিল বাকি রেখে পালিয়ে গিয়েছিলেন তিনি। এরপরই হোটেলের এক ফোনে ফাঁস হয়ে যায় তার পুরো কীর্তি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে।
ঘটনাটি ঠিক কী?
জানা গেছে, গঞ্জ থানা এলাকার একটি হোটেলে নিজের প্রেমিকার সঙ্গে উঠেছিলেন ওই যুবক। হোটেল কর্তৃপক্ষকে প্রেমিকার পরিচয় হিসেবে অন্য এক তরুণীর আধার কার্ড জমা দেন তিনি। বিল মেটানো ছাড়াই হোটেল থেকে বেরিয়ে যান দু’জনে। হোটেলের বিল হয়েছিল ১৪০০ টাকা। কিন্তু যুবকের কাছে ছিল মাত্র ১০০০ টাকা। তাই বাকি ৪০০ টাকা না দিয়েই তিনি চলে যান।
পরে হোটেল কর্তৃপক্ষ আধার কার্ডে দেওয়া নম্বরে ফোন করে। ফোনটি ধরেছিলেন কবিতার বাবা। তিনি জানান, তার মেয়ে কখনো ওই হোটেলে থাকেনি। এরপর হোটেল কর্তৃপক্ষ প্রমাণ হিসেবে কবিতার আধার কার্ডের ছবি পাঠান। তখন জানা যায়, আধার কার্ডটি আসলে ওই যুবকেরই এক বন্ধুর।
এদিকে, নিজের আধার কার্ডের এমন অপব্যবহারের খবর পেয়ে পুলিশে অভিযোগ জানান কবিতা নামের ওই তরুণী। পুলিশ তদন্তে নেমে হোটেলের দেওয়া তথ্য অনুযায়ী যুবককে খুঁজে বের করে এবং তাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই যুবক জেলে আছেন এবং পুলিশ তাকে জেরা করছে। কীভাবে তিনি ওই তরুণীর আধার কার্ড পেলেন, তা জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় হোটেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ জানিয়েছে, বাড়তি লাভের আশায় অনেক হোটেল কর্তৃপক্ষই অতিথির পরিচয় যাচাই করার ক্ষেত্রে তেমন সতর্কতা অবলম্বন করে না। এই ঘটনার তদন্তে হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।