বলিউডের ‘বাদশা’র হাতে প্রথম জাতীয় পুরস্কার! ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতা শাহরুখ, রইল সম্পূর্ণ তালিকা – এবেলা
এবেলা ডেস্কঃ
অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে এই প্রথমবার জাতীয় পুরস্কারের স্বীকৃতি পেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। মঙ্গলবার দিল্লির বিজ্ঞান ভবনে ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান জিতে নিলেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার নিতে কালো বন্ধ-গলা শেরওয়ানি ও রোদচশমা পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিং খান। পোল্যান্ডে একটি ছবির কাজ মাঝপথে থামিয়ে তিনি এই অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি উড়ে আসেন। মঞ্চে উঠে তিনি যেমন বন্ধু রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময় করেন, তেমনই সঞ্চালকের ‘কিং অফ আর্টস’ সম্বোধনে উচ্ছ্বসিত হয়ে দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন।
চলতি বছরের ১ আগস্ট জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার সেই তালিকা অনুযায়ী বিজয়ীদের হাতে সম্মান তুলে দেওয়া হয়। শাহরুখের পাশাপাশি ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত মাসেও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়।
এছাড়াও, এই মঞ্চে দাদাসাহেব ফালকে সম্মান পেলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার জিতেছে ‘কাঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি’। ‘স্যাম বাহাদুর’ ছবিটি তিনটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছে।
এক সময় বক্স অফিসে একাধিক ছবি মুখ থুবড়ে পড়লেও, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র মতো পরপর সুপারহিট ছবি দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন শাহরুখ। ‘জওয়ান’ ছবির জন্যই তাঁর মুকুটে যুক্ত হলো এই নতুন পালক।