অবসরপ্রাপ্ত বন কর্মকর্তার ৪ বছরের জেল, কাঠমিস্ত্রির থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার ফল! – এবেলা

এবেলা ডেস্কঃ

ওড়িশার বেরহামপুরে এক অবসরপ্রাপ্ত বন কর্মকর্তাকে ৪ বছরের কারাদণ্ড দিল বিশেষ ভিজিল্যান্স আদালত। প্রায় ৯ বছর আগে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হন এই কর্মকর্তা। জানা গেছে, অভিযুক্তের নাম কিশোর কুমার নায়েক।

বিচারক জ্ঞানেন্দ্র কুমার বারিকের এজলাস নায়েককে ৪ বছরের জেল এবং ২০ হাজার টাকা জরিমানা করেছে। আদালত জানিয়েছে, যদি তিনি জরিমানা দিতে ব্যর্থ হন, তাহলে আরও ৮ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলার তদন্তের সময় ৯ জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়।

ঠিক কী কারণে ঘুষ নিয়েছিলেন তিনি? বন দফতর এক কাঠমিস্ত্রির কর্মশালা থেকে কিছু কাঠ বাজেয়াপ্ত করেছিল। এর বিরুদ্ধে যেন কোনও মামলা না করা হয়, তার জন্যই ওই কাঠমিস্ত্রির থেকে এই ঘুষ নিয়েছিলেন কিশোর কুমার নায়েক।

উল্লেখ্য, ২০১৫ সালে এই কর্মকর্তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির আরও একটি মামলা দায়ের করা হয়েছিল, যার বিচার এখনও চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *