স্বামীকে “পুরুষত্বহীন” বললেন মহিলা, ২ কোটি টাকা দাবি! FIR দায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুর গোবিন্দরাজনগরের এক দম্পতিকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্ত্রী তার স্বামীকে ‘ইমপোটেন্ট’ আখ্যা দিয়ে বিবাহবিচ্ছেদের জন্য ২ কোটি টাকা দাবি করেছেন। এরপরই ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ মে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তারা বেঙ্গালুরুর সপ giri প্যালেসে একসঙ্গে থাকতে শুরু করেন। বিয়ের তিন মাস পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। ৩৫ বছর বয়সী স্বামী অভিযোগ করেন, তার ২৯ বছর বয়সী স্ত্রী তাকে ‘ইমপোটেন্ট’ বলে সন্দেহ করতে শুরু করেন। অভিযোগের পর স্বামী চিকিৎসকের পরামর্শ নেন এবং মেডিক্যাল পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায়, তিনি শারীরিকভাবে সক্ষম। চিকিৎসকরাও তাকে মানসিক চাপমুক্ত থাকতে বলেন।

কিন্তু এতেও সমস্যার সমাধান হয়নি। এরপরই স্ত্রী স্বামীর কাছে বিবাহবিচ্ছেদের জন্য ২ কোটি টাকা দাবি করেন। শুধু তাই নয়, গত ১৭ আগস্ট স্ত্রী তার আত্মীয়দের সঙ্গে নিয়ে স্বামীর গোবিন্দরাজনগরের বাড়িতে ঢুকে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করেন বলে অভিযোগ।

এই ঘটনার পরই স্বামী গোবিন্দরাজনগর থানায় স্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। একটি ভিডিও বার্তায় ওই ব্যক্তি নিজেকে বিজেপি-র মিডিয়া সেলের সঙ্গে যুক্ত বলে দাবি করে দলের কাছে সাহায্য চেয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *