উৎসবের মরশুমে সরকারি কর্মীদের জন্য বড় ধাক্কা! এবার দিওয়ালিতে মিলবে না কোনও সরকারি উপহার – এবেলা
এবেলা ডেস্কঃ
আর্থিক শৃঙ্খলার কথা মাথায় রেখে এবার দীপাবলির উপহারের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। অর্থ মন্ত্রকের একটি নতুন নির্দেশিকা অনুযায়ী, সরকারি তহবিল ব্যবহার করে আর কোনো উৎসবের উপহার দেওয়া যাবে না। শুধু দিওয়ালি নয়, অন্যান্য উৎসবের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
এই পদক্ষেপকে ‘অপ্রয়োজনীয় ব্যয় রোধ’-এর বৃহত্তর নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি অর্থের বিচক্ষণ ও ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যুগ্ম সচিব পি কে সিং স্বাক্ষরিত নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এই নিয়ম অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ, এই বছর ২০ অক্টোবর থেকে শুরু হতে চলা দীপাবলিতেই সরকারি দপ্তর বা মন্ত্রকগুলি কোনো উপহার বা সংশ্লিষ্ট জিনিসপত্রে খরচ করতে পারবে না। মূলত উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে উপহার বিনিময়ের প্রথা বন্ধ করতেই এই উদ্যোগ।
কেন্দ্রের এই নির্দেশের ফলে সরকারি কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে সরকারের যুক্তি, জনসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।