ভারতের বিরুদ্ধে মহারণের আগেই বড় ধাক্কা, অনিশ্চিত বাংলাদেশের তারকা ওপেনার! – এবেলা
এবেলা ডেস্কঃ
এশিয়া কাপের সুপার-৪ পর্বে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। দলটির অধিনায়ক ও তারকা ব্যাটার লিটন দাস চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন। আগামীকাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, কিন্তু এই ম্যাচের আগেই অনুশীলন চলাকালীন গুরুতর চোট পেয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে যদি লিটন দাস খেলতে না পারেন, তবে এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ক্ষতি। শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার-৪ পর্ব শুরু করা বাংলাদেশ চাইছিল জয়ের এই ধারা বজায় রাখতে। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার চোট পাওয়ায় তাদের সেই লক্ষ্য পূরণ করা সহজ হবে না। অন্যদিকে, টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইবে।
অনুশীলনে গুরুতর চোট পেলেন লিটন
দুবাইতে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনের সময় লিটন দাসের বাঁ পাঁজরে চোট লাগে। চোট এতটাই গুরুতর ছিল যে তিনি কিছুক্ষণ মাঠেই শুয়ে পড়েন। দলের ফিজিও ও ডাক্তার বাইজিদ উল ইসলাম তার শুশ্রূষা করেন। এরপর তিনি উঠে আসেন এবং মাঠের বাইরে থেকেই বাকি অনুশীলন দেখেন। তবে চোট পাওয়ার পর তিনি আর ব্যাটিং অনুশীলনে ফেরেননি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, “আমরা আজ লিটনের শারীরিক অবস্থা পরীক্ষা করব। বাইরে থেকে তাকে ঠিকই মনে হচ্ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের তার মেডিকেল রিপোর্ট দেখতে হবে।”
যদি লিটন দাস না খেলেন, তাহলে কে নেতৃত্ব দেবেন?
এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি লিটন ভারতের বিরুদ্ধে খেলতে না পারেন, তাহলে কে হবেন দলের অধিনায়ক? এই টুর্নামেন্টের জন্য কোনো সহ-অধিনায়ক নিয়োগ করা হয়নি। তাই লিটনের অনুপস্থিতিতে কে অধিনায়কত্ব সামলাবেন, তা এখনো পরিষ্কার নয়। দলের ভারসাম্য বজায় রাখতে পারভেজ হোসেন ইমনকে প্লেয়িং ইলাভেনে সুযোগ দেওয়া হতে পারে, কিন্তু ওপেনিংয়ে তার ভূমিকা নিশ্চিত নয়।