দুটো নয়, তিনটে পুজো উদ্বোধন! শাহের কলকাতা সফর ঘিরে কীসের ইঙ্গিত? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দুর্গাপুজোর আগে রাজ্য রাজনীতিতে এখন একটাই প্রশ্ন— কেন তিনটি পুজোর উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? জল্পনা চলছিল অনেকদিন ধরেই, অবশেষে তাতেই সিলমোহর পড়ল। জানা গেছে, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-র পুজোর পাশাপাশি এবার দক্ষিণ কলকাতার একটি পুজোও উদ্বোধন করবেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, এর মাধ্যমে দক্ষিণ কলকাতায় বিজেপির ভিত আরও মজবুত করার চেষ্টা হচ্ছে।

জানা গেছে, চতুর্থীর দিন পুজো উদ্বোধন করতে ২৫ সেপ্টেম্বর রাতে মুম্বই থেকে কলকাতায় আসবেন শাহ। রাত ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নেমে একটি হোটেলে থাকবেন তিনি।

পরদিন, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দিন, প্রথম পুজো উদ্বোধন করবেন তিনি। প্রথমে দক্ষিণ কলকাতার ৫৬ লেক অ্যাভিনিউয়ের সেবক সঙ্ঘের পুজোমণ্ডপ উদ্বোধন করবেন শাহ। এরপর যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনেও এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

দুপুর ১২টা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় আধ ঘণ্টা থাকার কথা। এরপর হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টে নাগাদ ইজেডসিসি-তে পৌঁছবেন শাহ। সেখানে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠনের আয়োজিত পুজোমণ্ডপের উদ্বোধন করবেন তিনি। যদিও এটি সরাসরি বিজেপির পুজো নয়, তবে এর আয়োজনের দায়িত্বে রয়েছেন দলের নেতারাই। ইজেডসিসি-তে আধ ঘণ্টা থাকার পর সেখান থেকে সোজা বিমানবন্দরে চলে যাবেন শাহ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *