তিন বছর পর জলপাইগুড়িতে পদ্মার ইলিশ! দাম শুনে চোখ কপালে? – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘ প্রায় তিন বছর পর জলপাইগুড়ির বাজারে আবার দেখা মিলছে বাংলাদেশের পদ্মার ইলিশের। আসন্ন দুর্গাপূজার ঠিক আগে এই রুপোলি শস্যের আগমনে ইলিশপ্রেমী বাঙালিরা দারুণ উচ্ছ্বসিত। আজ সকাল থেকেই জলপাইগুড়ির দিনবাজারসহ অন্যান্য বাজারে পদ্মার ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজনৈতিক টানাপড়েনের কারণে দীর্ঘ সময় ইলিশ আমদানি বন্ধ থাকায় যে চাপা ক্ষোভ ছিল, এবার তার অবসান ঘটল।

যদিও দাম বেশ চড়া, তবুও ভোজনরসিক বাঙালির মুখে স্বস্তির হাসি। বর্তমানে এক কেজি বা তার কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতি কেজি দরে, যা পাইকারি বাজারে কিছুটা কম। তবে এক কেজির চেয়ে বড় ইলিশের দাম ২০০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। আড়তদারদের আশা, পুজোর আগে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমতে পারে, যা সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আনবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *