দুঃসংবাদ! দিওয়ালির পর রাহুর চালে বিপদ বাড়তে চলেছে ৩ রাশির! আপনার রাশি কি সেই তালিকায় আছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

দিওয়ালির পর ফের তার অবস্থান বদলাতে চলেছে মায়াবী গ্রহ রাহু। রাহু এমন একটি গ্রহ, যা কখনওই সোজা পথে চলে না। বছরে একাধিকবার তাদের অবস্থান পরিবর্তন করে। এই গ্রহের নক্ষত্র পরিবর্তন বারোটি রাশির ওপরেই গভীর প্রভাব ফেলে।

খুব শীঘ্রই রাহু স্বনক্ষত্রে প্রবেশ করতে চলেছে। দিওয়ালির পরই শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে রাহু, যার অধিপতি স্বয়ং রাহু। এই মুহূর্তে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। নিজের নক্ষত্রে রাহুর এই গোচর কয়েকটি রাশির জন্য শুভ বার্তা বয়ে আনলেও, কয়েকটি রাশির জীবনে নিয়ে আসবে চরম বিপদ। এই পরিস্থিতিতে ৩টি রাশির জীবনে নেমে আসতে পারে ঘোর বিপদ।

বিপদে পড়তে পারে এই ৩ রাশি

মেষ রাশি

শতভিষা নক্ষত্রে রাহুর গোচর মেষ রাশির জাতকদের জন্য অত্যন্ত অশুভ হতে চলেছে। অপ্রত্যাশিতভাবে সাফল্য লাভে বাধা আসতে পারে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও অশান্তি দেখা দিতে পারে। নেতিবাচক প্রভাবের কারণে মানসিক চাপ বাড়তে পারে। নতুন সুযোগ হাতছাড়া হতে পারে এবং আর্থিক পরিস্থিতিতেও অবনতি ঘটতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য শতভিষা নক্ষত্রে রাহুর গোচর ক্ষতিকর হতে পারে। জীবনের নানা ক্ষেত্রে চাপ ও উত্তেজনা বাড়তে পারে। উপার্জনের নতুন পথ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে প্রত্যাশিত সমর্থন না-ও পেতে পারেন। কর্মজীবনে আকস্মিক সমস্যা আসতে পারে এবং আর্থিক ক্ষতির যোগ রয়েছে।

কন্যা রাশি

শতভিষা নক্ষত্রে রাহুর গোচর কন্যা রাশির জন্য দুর্ভাগ্য বয়ে আনতে পারে। শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ আসতে পারে। কর্মজীবনের উন্নতির পথে বাধা আসতে পারে। সমাজে সম্মানহানির আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার আশা ক্ষীণ। লক্ষ্য অর্জনে মনোযোগের অভাব দেখা দিতে পারে।

এই প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি এবং এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই। এই তথ্যের ওপর সম্পূর্ণভাবে নির্ভর না করে, প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *