ভারতের সঙ্গে মহারণের আগে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ, বিরাট চোট পেলেন অধিনায়ক! – এবেলা
এবেলা ডেস্কঃ
এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার অনুশীলনের সময় গুরুতর চোট পেয়েছেন দলের অধিনায়ক লিটন দাস। তাঁর বাঁ পাঁজরে আঘাত লেগেছে, যার ফলে বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
জানা গেছে, অনুশীলনের সময় ব্যাটিং করার সময় একটি বল সরাসরি তাঁর পাঁজরে আঘাত করে। যন্ত্রণায় মাটিতে বসে পড়েন লিটন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দলের চিকিৎসক ও ফিজিও। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তিনি মাঠ ছাড়েন এবং পরে আর অনুশীলনে ফেরেননি। এরপর তিনি মাঠের বাইরে বসে সতীর্থদের অনুশীলন দেখেন।
লিটনের চোটের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের এক আধিকারিক শুধু বলেছেন, “আমরা লিটনের চোটের দিকে নজর রাখছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে চোট গুরুতর নয়, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মেডিক্যাল টিম তাকে আবার পরীক্ষা করবে।” এই পরীক্ষার পরেই জানা যাবে ভারতের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা।
যদি লিটন খেলতে না পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্ব কে দেবেন, তা এখনো স্পষ্ট নয়। দলের কোনো সহ-অধিনায়কও নেই। তবে কোচ ফিল সিমন্স নাকি পারভেজ হোসেন ইমনকে প্রথম একাদশে সুযোগ দেওয়ার কথা ভাবছেন, যিনি লিটনের বিকল্প হিসেবে মাঠে নামতে পারেন।