৪টি রহস্যময় চুরির ঘটনা! গাড়িতে করে লক্ষ লক্ষ টাকার গাঁজা পাচার, অন্যদিকে নুনের বস্তা চুরি করছে ‘ধনী চোরেরা’ – এবেলা

এবেলা ডেস্কঃ

গাড়িতে গাঁজা, লাখ টাকা সহ ৩ পাচারকারী আটক

হুগলি গ্রামীণ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) যৌথ অভিযানে বড়সড় সাফল্য। পাণ্ডুয়ার বৈঁচি থেকে প্রায় ১২৭ কেজি গাঁজা ও নগদ ৩ লক্ষ ৬০ হাজার টাকা সহ একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

এসটিএফ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে আসা একটি চারচাকা গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে, এই খবর তাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতেই গাড়িটির পিছু নেয় এসটিএফ-এর একটি বিশেষ দল। পাণ্ডুয়ার বৈঁচির হরালে একটি বাড়ির কাছে গাড়িটি দাঁড়িয়ে গাঁজা খালাস করার সময়ই পাণ্ডুয়া থানার পুলিশের সাহায্যে গাড়িটিকে হাতেনাতে ধরে ফেলা হয়।

গাড়িটিতে থাকা তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। ধৃতরা হলো জিতেন্দ্রনাথ গোপ, প্রেমচাঁদ কুমার ও সুকুমার রুইদাস। তাঁদেরকে বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের গাড়িও।

কে এই ‘ধনী চোর’? দামি গাড়িতে এসে নুন চুরি করে কেন?

এদিকে হুগলির কোন্নগরে চলছে এক অদ্ভুত চোরের উপদ্রব। যে চোর দামি চারচাকা গাড়িতে চড়ে এসে মুদির দোকান থেকে নুনের বস্তা চুরি করে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজে এই ঘটনা ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একাধিক সংবাদমাধ্যমে এই ‘স্যুট-বুটেড চোরের’ কাহিনি উঠে আসায় তা এখন সবার মুখে মুখে।

জানা গেছে, কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল ওই চোরকে চিহ্নিত করেছেন। তিনি দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি তাঁর ওয়ার্ডেরই বাসিন্দা। নাম দীপক দত্ত। এলাকায় তিনি বিজেপি নেতা হিসেবে পরিচিত। কাউন্সিলর আরও অভিযোগ করেন, দীপক দত্ত তাঁর দুই সঙ্গী অজয় দে এবং সুজয় দে-কে নিয়ে রাতে গাড়ি করে বেরিয়ে এই ধরনের চুরি করেন। তাদের বাড়িতে মোট তিনটি গাড়ি আছে, যা এই চুরির কাজে ব্যবহার করা হয়।

কাউন্সিলরের অভিযোগের পর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার দোকানদাররাও জানিয়েছেন, এর আগেও একাধিকবার নুন চুরির ঘটনা ঘটেছে। তবে কেন একজন তথাকথিত ‘ধনী’ ব্যক্তি নুন চুরি করছেন, তা নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *