ড্রাইভিং সিটেই হার্ট অ্যাটাক! ৩০ জন পড়ুয়ার প্রাণ বাঁচল যেভাবে – এবেলা
এবেলা ডেস্কঃ
স্কুল বাসের স্টিয়ারিংয়ে হঠাৎ লুটিয়ে পড়লেন চালক। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি বাইককে ধাক্কা মারল, এরপর সোজা গিয়ে ধাক্কা মারল রোড ডিভাইডারে। অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল প্রায় ৩০ জন স্কুল পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায়। জানা গিয়েছে, রামাবরাপাডু থেকে গুনাডালার দিকে যাচ্ছিল স্কুলবাসটি। মাঝপথেই আচমকা বাসচালকের হার্ট অ্যাটাক হয়। স্টিয়ারিংয়েই লুটিয়ে পড়েন তিনি। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাইক ও রোড ডিভাইডারে ধাক্কা মারে।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা এগিয়ে আসেন। তারা দ্রুত চালককে বাস থেকে নামিয়ে সিপিআর দেওয়া শুরু করেন। এরপর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসের ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছেন চালক এবং তাকে ঘিরে রয়েছেন স্থানীয়রা। প্রত্যেকেই অসুস্থ চালকের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এই দুর্ঘটনায় বাইক আরোহী এবং পেছনে বসা আরও একজন সামান্য আহত হয়েছেন।
রাজস্থান ও ঝাড়খণ্ডেও ভয়াবহ দুর্ঘটনা
এরই মধ্যে রাজস্থানের টোঙ্ক জেলায় আরও একটি বড় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সাওয়াই মাধোপুর থেকে জয়পুরগামী একটি রোডওয়েজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং ঘটনার তদন্ত চলছে।
অন্যদিকে, ঝাড়খণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার রামগড়ে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কয়েকজনের প্রাণহানি ঘটে। পাশাপাশি, গড্ডার শীতল গ্রামে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়।
একের পর এক এমন দুর্ঘটনায় সড়ক নিরাপত্তা এবং গাড়িচালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।