মৃত্যু এড়াতে শহরের সব আলো নিভিয়ে দিল এই পুরসভা! কারণ জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রেকর্ড বৃষ্টির পর এখনও জল জমে রয়েছে বহু জায়গায়। এই পরিস্থিতিতে নাগরিকদের সুরক্ষায় এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা। শহরে জল না নামা পর্যন্ত রাস্তার সমস্ত আলো বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এই দুঃখজনক ঘটনার পর নতুন করে যাতে কোনো প্রাণহানি না ঘটে, তাই এই পদক্ষেপ। পুরসভা সূত্রে জানা গেছে, জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত জল পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত রাস্তার আলো জ্বলবে না। পুরকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর কাজ করছেন এবং আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ২৫ সেপ্টেম্বর, চতুর্থীর দিন আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *