ভয়াবহ খবর, ভারত কি UNSC-র স্থায়ী সদস্য হচ্ছে? ভারতের সমর্থনে এবার মুখ খুললেন খোদ রাষ্ট্রসংঘের প্রধান! – এবেলা

এবেলা ডেস্কঃ

রাষ্ট্রসংঘে এখন চলছে এক বিশাল গুঞ্জন। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) স্থায়ী সদস্য হতে চলেছে? এই আলোচনা আরও জোরালো হয়েছে যখন খোদ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদে সংস্কারের পক্ষে সওয়াল করেছেন।

দীর্ঘদিন ধরেই ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের জন্য দাবি জানিয়ে আসছে। বর্তমানে এই পরিষদের স্থায়ী সদস্য মাত্র পাঁচটি দেশ – আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া এবং চীন। ভারত ছাড়াও ব্রাজিল এবং জাপানও এই মর্যাদাপূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে।

মহাসচিবের সমর্থন: চীন কি এবার একা?

আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক সম্প্রতি জানিয়েছেন যে, মহাসচিব নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আশাবাদী। তার মতে, ভারত এখন বিশ্ব মঞ্চে এক গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর। দুজারিক আরও বলেন, “মহাসচিব চান, নিরাপত্তা পরিষদ যেন ১৯৪৫ সালের বদলে ২০২৫ সালের পৃথিবীকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।” পর্যবেক্ষকদের মতে, মহাসচিবের এই সমর্থন চীনের জন্য বড় অস্বস্তির কারণ হতে পারে, কারণ এতদিন পর্যন্ত চীনই ছিল ভারতের স্থায়ী সদস্যপদের সবচেয়ে বড় বাধা।

ভারতের অবস্থান: আমাদের লক্ষ্য সর্বোচ্চ অগ্রাধিকার

ভারত বরাবরই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার লক্ষ্যকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিয়েছে। গত বছর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানিয়েছিলেন, “ভারত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আধুনিক বৈশ্বিক বাস্তবতাকে প্রতিফলিত করার জন্য সংস্কারকৃত এবং সম্প্রসারিত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার সব যোগ্যতা ভারতের আছে।”

দুজারিক আরও বলেন, “ভারত রাষ্ট্রসংঘ ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা বহু-পক্ষীয় ব্যবস্থার একজন শক্তিশালী সমর্থক। মহাসচিবের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুবই ভালো। আমাদের অনেক ভারতীয় সহকর্মী এখানে আমাদের সঙ্গে কাজ করেন। রাষ্ট্রসংঘের ব্যবস্থায় ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কী?

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ হলো সেই মূল সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার দায়িত্বে রয়েছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই পরিষদে মোট ১৫ জন সদস্য রয়েছে। এর মধ্যে পাঁচটি স্থায়ী সদস্যের (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র) ভেটো ক্ষমতা আছে। বাকি ১০টি সদস্য দেশ রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ থেকে দু’বছরের জন্য নির্বাচিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *