বিশাল টুইট বার্তায় হিমন্তের গর্জন, কাদের উদ্দেশে তিনি বললেন ‘তোমাদের দিন শেষ’? – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সাম্প্রতিক এক এক্স (সাবেক টুইটার) পোস্ট আসামের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মঙ্গলবার সকালে তিনি লিখেছেন, “বিদায় অনুপ্রবেশকারীরা, তোমাদের দিন শেষ।” এরপরই তিনি জানান, শ্রীভূমি সীমান্ত থেকে ৩৭ জন ‘অবাঞ্ছিত অতিথিকে’ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, যারা আসামে অবাঞ্ছিত, তাদের সবাইকে একইভাবে বিদায় জানানো হবে। তার এই পোস্টকে কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি সরকার তাদের দীর্ঘদিনের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, সম্প্রতি আসাম মন্ত্রিসভা বিদেশি চিহ্নিতকরণে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি সন্দেহে কাউকে চিহ্নিত করা হলে মাত্র ১০ দিনের মধ্যে তাঁকে নাগরিকত্ব প্রমাণ করতে হবে। আগে এই কাজটি ফরেনার্স ট্রাইব্যুনাল করত, এখন থেকে সরাসরি জেলা কমিশনারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কঠোর সিদ্ধান্ত নিয়ে মানবাধিকার কর্মী ও বিরোধীদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তারা বলছেন, ১০ দিনের সময়সীমা অমানবিক এবং এর ফলে অনেক নিরীহ মানুষ বিদেশি বলে চিহ্নিত হতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *