৬০ হাজার টাকায় ব্যবসা শুরু, ২ বছরেই ৩০ কোটির টার্নওভার! কীভাবে সম্ভব করলেন হায়দরাবাদের এই যুবক? – এবেলা

এবেলা ডেস্কঃ

মাত্র ৬০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে দুই বছরে ৩০ কোটি টাকার টার্নওভার, রূপকথার মতো শোনালেও এটাই সত্যি। হায়দরাবাদের তরুণ উদ্যোক্তা উন্নত রেড্ডির এই সাফল্যের গল্প এখন অনেকেরই অনুপ্রেরণা। তাঁর স্টার্টআপ ফ্র্যাকস্পেস মধ্যবিত্তদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

কীভাবে শুরু হয়েছিল এই যাত্রা?

উন্নত রেড্ডি ১৬ বছর বয়স থেকেই কর্মজীবনে প্রবেশ করেন। রিয়েল এস্টেট থেকে শুরু করে হসপিটালিটি— নানা ক্ষেত্রে কাজ করে তিনি অভিজ্ঞতা অর্জন করেন। এই অভিজ্ঞতা থেকেই তাঁর মাথায় আসে এক অভিনব ধারণা। ২০২২ সালে মাত্র ৬০ হাজার টাকা পুঁজি নিয়ে তিনি শুরু করেন ফ্র্যাকস্পেস। এটি এমন একটি প্রপ-টেক স্টার্টআপ, যা ‘কো-ওনারশিপ’ মডেলের মাধ্যমে সাধারণ মানুষকে দামি সম্পত্তি কেনার সুযোগ করে দেয়।

এই মডেলের মাধ্যমে একাধিক বিনিয়োগকারী একসঙ্গে মিলে একটি সম্পত্তি কিনতে পারেন। ফলে যে মধ্যবিত্ত পরিবার একা ফ্ল্যাট বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারেন না, তাঁরা একাধিক বিনিয়োগকারীর সঙ্গে মিলে সহজেই তার অংশীদার হতে পারেন। এতে একদিকে যেমন ঝুঁকি কমে, তেমনই লাভও হয়।

আত্মবিশ্বাসের জয়

ব্যবসা শুরুর কিছুদিনের মধ্যেই একদল বিনিয়োগকারী উন্নতকে ১০ লাখ টাকার প্রাথমিক বিনিয়োগ দেন। এই অর্থ শুধু তাঁর ব্যবসার ভিত্তি মজবুত করেনি, বরং আত্মবিশ্বাসও কয়েক গুণ বাড়িয়ে দেয়। এর পরই তিনি কর্পোরেট চাকরি ছেড়ে পুরো মনোযোগ নিজের স্টার্টআপে দেন।

মাত্র দুই বছরের মধ্যে ফ্র্যাকস্পেসের বার্ষিক টার্নওভার ৩০ কোটি টাকা ছুঁয়েছে। উন্নত রেড্ডির এই সাফল্য প্রমাণ করে, সঠিক ভাবনা, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম থাকলে অল্প পুঁজি দিয়েও বড় ব্যবসা গড়ে তোলা সম্ভব। তাঁর গল্প আজ হাজার হাজার তরুণকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *