পকেট ফাঁকা করে দেবে! পাকিস্তানে iPhone 17-এর দাম শুনলে আঁতকে উঠবেন, ভারতের থেকে কত বেশি জানেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতের বাজারে সদ্য এসেছে Apple-এর নতুন iPhone 17 সিরিজ। দেশজুড়ে অ্যাপল স্টোরগুলোর সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। নতুন আইফোন নিয়ে ভারতীয় ক্রেতাদের উন্মাদনা চোখে পড়ার মতো। কিন্তু এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে পাকিস্তানের iPhone 17-এর মূল্য তালিকা, যা দেখে সবার চোখ কপালে।
এক্সে ভাইরাল হওয়া একটি পোস্টে পাকিস্তানের আইফোনের দাম এমন আকাশছোঁয়া বলা হয়েছে যে তা শুনে আপনি চমকে যাবেন। কিন্তু কেন ভারত আর পাকিস্তানের মধ্যে এত বিশাল ফারাক? এর পেছনে আসল কারণ কী?
ভারতে যখন অ্যাপলপ্রেমীরা মুম্বই ও দিল্লির অ্যাপল স্টোরের বাইরে লাইন দিয়ে নতুন ডিভাইস সংগ্রহ করছেন, তখন সামাজিক মাধ্যমের নজর চলে যায় ভিন্ন দিকে। এক্স-এর একটি ভাইরাল পোস্ট পাকিস্তানের আইফোন 17-এর দামের এক চাঞ্চল্যকর ছবি তুলে ধরেছে।
পাকিস্তানে আইফোনের ‘আকাশছোঁয়া’ দাম
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া দাম ছাড়াও, যদি আমরা পাকিস্তানের অ্যাপল-এর অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখি, তাহলে দেখা যায় দাম আরও বেশি চমকপ্রদ:
- iPhone 17: এর প্রাথমিক মূল্য PKR ৩,২৫,০০০ (প্রায় ১.০১ লক্ষ টাকা)।
- iPhone Air: এই মডেলটির দাম শুরু হচ্ছে PKR ৩,৯৮,৫০০ (প্রায় ১.২৪ লক্ষ টাকা) থেকে।
- Pro মডেলগুলো: প্রো মডেলগুলোর দাম তো আরও বেশি। এগুলোর দাম PKR ৪,৪০,৫০০ (প্রায় ১.৩৭ লক্ষ টাকা) থেকে শুরু হয়ে টপ ভ্যারিয়েন্টের জন্য PKR ৭,৪৮,৫০০ (প্রায় ২.৩৪ লক্ষ টাকা) পর্যন্ত যায়।
এই পরিসংখ্যানগুলো থেকে স্পষ্ট, পাকিস্তানে অ্যাপলের একটি পণ্য কেনা বিলাসিতার চূড়ান্ত উদাহরণ।
ভারতে কত দাম?
এবার এই দামগুলোর সঙ্গে ভারতের দামের তুলনা করা যাক, যাতে পার্থক্যটা আরও পরিষ্কার বোঝা যায়। ভারতে iPhone 17 সিরিজের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম:
- iPhone 17: প্রাথমিক মূল্য ৮২,৯০০ টাকা।
- iPhone Air: প্রাথমিক মূল্য ১,১৯,৯০০ টাকা।
- iPhone 17 Pro: প্রাথমিক মূল্য ১,৩৪,৯০০ টাকা।
- iPhone 17 Pro Max: সবচেয়ে দামি মডেলটি ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু হয়।
এই তুলনামূলক চিত্রে এটি স্পষ্ট যে, পাকিস্তানের তুলনায় ভারতে আইফোন কেনা অনেক সস্তা। উল্লেখ্য, ১ পাকিস্তানি রুপি প্রায় ০.৩১ ভারতীয় রুপির সমান।
সামাজিক মাধ্যমে হাসির রোল
পাকিস্তানের আইফোনের এমন অস্বাভাবিক দাম নিয়ে ভাইরাল পোস্টটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেক ব্যবহারকারীই এমন মূল্য দেখে disbelief প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “এগুলো কি ফোনের দাম না ফ্ল্যাটের?” আরেকজন এর আসল কারণ ব্যাখ্যা করে বলেন, “এর মূল কারণ হলো অত্যধিক কর।” আসলে, যেকোনো দেশে আমদানি শুল্ক এবং স্থানীয় করের কারণে আইফোনের দামে বিশাল পার্থক্য তৈরি হয়, এবং পাকিস্তানে এই করের পরিমাণ অনেক বেশি। এত বেশি দাম সত্ত্বেও, সেখানেও আইফোনপ্রেমীরা নিজেদের পছন্দের ফোনটি কেনার জন্য অ্যাপল স্টোরের বাইরে আগ্রহের সঙ্গে লাইন দিয়েছেন।