এক রাতের বৃষ্টিতে শহরে ৭ জনের মৃত্যু, এর দায় কার? CESC-র সিদ্ধান্তে তোলপাড় কলকাতা – এবেলা

এবেলা ডেস্কঃ

এক রাতের বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতা, আর সেই জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি হল সাতজনের। মঙ্গলবার সকালে অলিগলি থেকে রাজপথ— সর্বত্র একই ছবি, আর তার মাঝেই একাধিক এলাকা থেকে ভেসে আসতে থাকে মৃত্যুর খবর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

ঠিক কী ঘটেছে?

মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির জমা জলে সাতজনের মৃত্যুর খবর সামনে আসে। অনেক জায়গায় এখনও পর্যন্ত মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ জল না সরালে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব নয়। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি CESC-র গাফিলতিকে দায়ী করেছেন। তিনি জানান, CESC কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার কথা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে, কিন্তু সংস্থা যথেষ্ট সতর্ক নয়।

এরপরই নিজেদের অবস্থান স্পষ্ট করে CESC একটি বার্তা দিয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, অবিরাম বৃষ্টির ফলে জল জমার কারণে মানুষের সুরক্ষার জন্য কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। জল নিরাপদ স্তরে নেমে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনরায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা হবে। একই সঙ্গে CESC জানিয়েছে, রাস্তার আলোর খুঁটি বা ট্রাফিক লাইটগুলি তাদের রক্ষণাবেক্ষণে নেই। সংস্থার কর্মীরা ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন।

মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর আগে এই ধরনের মর্মান্তিক ঘটনা খুবই দুঃখজনক। তিনি CESC-কে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার এবং চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *