চার পোষ্যের চোখে জল, জুবিন গাৰ্গের শেষ যাত্রায় হৃদয়বিদারক দৃশ্য – এবেলা
September 24, 2025
এবেলা ডেস্কঃ
অগণিত অনুরাগীর ভিড় ঠেলে গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে প্রিয় গায়ক জুবিন গাৰ্গের নিথর দেহ যখন শেষশ্রদ্ধার জন্য রাখা হয়েছিল, তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল উপস্থিত জনতা। তাঁর প্রিয় চার পোষ্য ইকো, দিয়া, র্যাম্বো এবং মায়াকে নিয়ে সেখানে হাজির হয়েছিলেন জুবিনের স্ত্রী গরিমা। প্রিয় মালিককে শেষবারের মতো দেখে তাদের চোখ থেকে ঝরছিল জল। এই দৃশ্য দেখে শোকে পাথর হয়ে গিয়েছিল হাজার হাজার মানুষ।
অগণিত শোকাচ্ছন্ন অনুরাগীদের চোখের জল আর প্রিয় পোষ্যদের নীরব চাহনি যেন স্টেডিয়ামের পরিবেশকে আরও ভারী করে তুলেছিল। কফিনে শায়িত শিল্পীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ছিল তারা, যেন বোঝার চেষ্টা করছিল কী ঘটেছে। মুহূর্তের মধ্যে এক গভীর স্তব্ধতা নেমে আসে স্টেডিয়ামজুড়ে, যা জুবিনের প্রতি তাদের নিঃশর্ত ভালোবাসার এক করুণ প্রতিফলন।