প্রধানমন্ত্রীর সফর চলাকালীন কেন আটকে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে? এবার জবাব চাইল লোকসভার সচিবালয় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদায় জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অভিযোগ, সে সময় বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। অথচ একই সময়ে রাজ্যের এক মন্ত্রীকে ঢুকতে দেওয়া হয় ভিভিআইপি গেট দিয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে লোকসভার সচিবালয়।

ঠিক কী ঘটেছিল সেই দিন?

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে পৌঁছনোর পর প্রথম ব্যারিকেডেই সুকান্ত মজুমদারের গাড়ি আটকে দেওয়া হয়। কিন্তু সেই সময়েই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর গাড়ি কোনো বাধা ছাড়াই ৪ নম্বর ভিভিআইপি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। সুকান্ত মজুমদার তাঁর চিঠিতে দাবি করেছেন, গাড়ি আটকের কারণ জানতে চাইলে কর্তব্যরত পুলিশ কর্মীরা বলেন, ‘ম্যাডাম বারণ করেছেন’। এতেই স্পষ্ট হয় যে তাকে ইচ্ছাকৃতভাবে আটকানো হয়েছে।

এই অভিযোগের পর লোকসভার সচিবালয় বিষয়টি নিয়ে সরব হয়। তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ১৫ দিনের মধ্যে এই ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে। চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল এবং বিধাননগরের পুলিশ কমিশনারকেও পাঠানো হয়েছে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে, যেখানে প্রধানমন্ত্রীর সফরের দিন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আটকে দেওয়া এবং ভিভিআইপি সুবিধার তারতম্য নিয়ে প্রশ্ন উঠছে। এবার এই ঘটনার জবাবে কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *