ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া! চিরতরে চলে গেলেন কিংবদন্তি আম্পায়ার – এবেলা
এবেলা ডেস্কঃ
ক্রিকেট বিশ্বে নেমে এল গভীর শোকের ছায়া। কিংবদন্তি আম্পায়ার হ্যারল্ড ডেনিস ‘ডিকি’ বার্ড ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। খেলোয়াড় হিসেবেও ডিকি বার্ডের পরিচিতি ছিল। ইয়র্কশায়ার এবং লিসেস্টারশায়ারের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। তাঁর মৃত্যুর খবর আসার পর থেকেই ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার মাঝেই শোকের আবহ সৃষ্টি হয়েছে।
১৯৭১ সালে আম্পায়ারিং শুরু করার পর থেকেই ডিকি বার্ড সঠিক সিদ্ধান্ত এবং মাঠের মধ্যে তাঁর শান্ত ব্যবহারের জন্য যথেষ্ট পরিচিতি লাভ করেন। আম্পায়ার হিসেবে তিনি মোট ৬৬টি টেস্ট এবং ৬৯টি একদিনের ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে তিনটি বিশ্বকাপও ছিল। ১৯৯৬ সালে লর্ডস টেস্টে তাঁর আম্পায়ারিং কেরিয়ারের ইতি ঘটে। সেই ম্যাচেই রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলে অভিষেক করেছিলেন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা আম্পায়ার হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।