দেশের বৃহত্তম সিমেন্ট কো ম্পা নির বড় ঘোষণা, দাম কমছে ৫০ টাকা! এবার বাড়ি বানানো হবে আরও সাশ্রয়ী? – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী সংস্থা আলট্রাটেক সিমেন্ট সম্প্রতি তাদের পণ্যের দামে বড়সড় কমানোর ঘোষণা করেছে। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে এক বস্তা সিমেন্টের দাম ৫০ টাকা পর্যন্ত কমেছে। জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।
জিএসটি কাউন্সিলের বৈঠকে সিমেন্টের উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে, অর্থাৎ ১০ শতাংশ জিএসটি কমেছে। এই কর ছাড়ের পুরো সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই আলট্রাটেক সিমেন্ট এই পদক্ষেপ নিয়েছে। এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, একজন দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে তারা এই জিএসটি কমানোর সম্পূর্ণ লাভ ডিলার ও গ্রাহকদের কাছে পৌঁছে দেবে। সেই কারণেই গ্রে সিমেন্ট এবং সাদা সিমেন্টের দাম সংশোধন করা হয়েছে।
দাম কমার পর এখন এক বস্তা পিপিআর সিমেন্টের দাম আগেকার ৫০০ টাকা থেকে কমে হয়েছে ৫৫০ টাকা। এছাড়া, পিসিসি প্রিমিয়াম এলপিপি সিমেন্টের দাম ৬০০ টাকা থেকে কমে ৫৫০০ টাকা হয়েছে। অন্যান্য সিমেন্টের ক্যাটাগরিতেও একইরকমভাবে দাম কমেছে। ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি হার সকল সিমেন্টের ব্যাগের উপর প্রযোজ্য হবে। পুরোনো স্টক শেষ হওয়ার পরেই নতুন দামে সিমেন্ট সরবরাহ করা হবে।
৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্যতম বড় পরিবর্তন আসে, যেখানে চারটি স্ল্যাব সরিয়ে মাত্র দুটি প্রধান স্ল্যাব (৫% এবং ১৮%) রাখা হয়। বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপর জিএসটি ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই পরিবর্তনের ফলে ২২ সেপ্টেম্বর থেকে এসি, গাড়ি, টিভি, কাপড়, জুতো সহ বহু জিনিসের দাম কমেছে। গ্রাহকরা এখন নতুন স্টকের জন্য অপেক্ষা করছেন।