বুম্বাদার জন্য ‘দেবী চৌধুরানী’র পাশে স্বয়ং শাহেনশা! কী ঘটল? – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এরই মধ্যে ছবির ট্রেলার শেয়ার করে শুভকামনা জানিয়েছেন খোদ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। মেগাস্টারের এই বার্তা প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত পরিচালক শুভ্রজিৎ মিত্র।
অমিতাভ বচ্চন তার ইনস্টাগ্রাম পোস্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছেন, ‘বুম্বা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক!’ এই মন্তব্যের পরই শুভ্রজিৎ জানান, এই সাফল্য সম্পূর্ণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, ‘বুম্বাদার জন্যই অমিতাভ স্যারের শুভেচ্ছা পেয়েছি, এটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি।’ এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘ডিয়ার মা’ ছবির জন্যও অমিতাভ শুভেচ্ছা জানিয়েছিলেন। আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’।