মিনিট-ঘন্টা নয়! ভারতের এই ট্রেন সাড়ে তিন বছর লেটে গিয়েছিল গন্তব্যে! এই কাহিনি অনেকের অজানা – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় রেল ব্যবস্থা পৃথিবীর বৃহত্তমগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন কোটি কোটি মানুষ এই রেল ব্যবস্থার ওপর নির্ভর করেন। কিন্তু ভারতীয় রেলের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা শুনলে অবাক হতে হয়। একটি মালবাহী ট্রেন তার ৪২ ঘণ্টার নির্ধারিত যাত্রা সম্পন্ন করতে সময় নিয়েছে প্রায় সাড়ে তিন বছর।
ঘটনাটি ঘটেছিল ২০১৪ সালে, যখন একটি মালগাড়ি ১৪ লক্ষ টাকার সার নিয়ে বিশাখাপত্তনম থেকে উত্তর প্রদেশের বস্তির উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর কথা ছিল মাত্র ৪২ ঘণ্টার মধ্যে। কিন্তু রহস্যজনকভাবে ট্রেনটি বস্তি স্টেশনে আর পৌঁছায়নি।
যে ব্যবসায়ী সার পাঠিয়েছিলেন, সেই রামচন্দ্র গুপ্তা দীর্ঘ সময় অপেক্ষার পর রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন, কিন্তু কোনো সদুত্তর পাননি। এভাবেই কেটে যায় প্রায় সাড়ে তিন বছর। অবশেষে ২০১৮ সালের জুলাই মাসে বস্তি স্টেশনে ট্রেনটির দেখা মেলে। অর্থাৎ, ২০১৪ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু করে ট্রেনটি ২০১৮ সালের জুলাই মাসে তার গন্তব্যে পৌঁছায়।
তবে কেন এবং কোথায় ট্রেনটি এতদিন আটকে ছিল, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা রেল কর্তৃপক্ষ দিতে পারেনি। ট্রেনটি গন্তব্যে পৌঁছলেও এর মধ্যে থাকা সমস্ত সার নষ্ট হয়ে গিয়েছিল। ভারতীয় রেলের ইতিহাসে এটিই সবচেয়ে বেশি দেরিতে পৌঁছানো ট্রেনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।