কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক! মোদীর জিএসটি কমানোর পেছনে আসল কারণ ফাঁস – এবেলা
এবেলা ডেস্কঃ
ডায়মন্ড হারবার থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিএসটি কমানোর কেন্দ্রের সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি বললেন, “প্রবল চাপে পড়ে জিএসটি কমিয়েছে কেন্দ্র।” প্রধানমন্ত্রীর ভাষণের পর এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে অভিষেক জানান, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমে যাওয়াই এই পদক্ষেপের মূল কারণ। তার মতে, “বিজেপি হারলে ট্যাক্স কমে, জিতলে বাড়ে।”
রবিবার দুর্গাপূজার গাইড ম্যাপ উদ্বোধনের মঞ্চ থেকে অভিষেক বলেন, বিগত আট বছর ধরে কেন্দ্র জিএসটি’র নামে ‘লুট উৎসব’ চালিয়েছে। শুধু তাই নয়, ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার পাশাপাশি বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনার অভিযোগেও সরব হন তিনি। একই সুর শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি দাবি করেন, জিএসটি’র কৃতিত্ব রাজ্যের, কারণ রাজ্যের চাপের মুখেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।