মমতার অভিযোগে ফুঁসে উঠল সিইএসসি, পাল্টা বিবৃতি দিয়ে বলল… – এবেলা

এবেলা ডেস্কঃ

সোমবার থেকে টানা বৃষ্টিতে কলকাতার জনজীবন বিপর্যস্ত। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় সিইএসসি-কে সরাসরি দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, আধুনিকীকরণের কাজ রাজস্থানে হলেও কলকাতায় তা হচ্ছে না। এ রাজ্যে ব্যবসা করে সিইএসসি শুধু মুনাফা লুটে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রীর এহেন কড়া মন্তব্যের পরই বিবৃতি দিয়ে মুখ খুলেছে সিইএসসি। তারা জানিয়েছে, “দয়া করে মনে রাখবেন যে রাস্তার আলোর খুঁটি এবং ট্র্যাফিক লাইটগুলি আমাদের মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালনার বিষয় নয়। এগুলি নিয়ে আমরা কাজ করি না।” একই সঙ্গে তারা এও জানিয়েছে যে, সংস্থার বিদ্যুৎ সরবরাহ হয় এমন অনেক এলাকাতেই আপাতত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।

একবালপুর, নেতাজিনগর, বেনিয়াপুকুর, বেহালা, হরিদেবপুর, গড়ফা, বাঁশদ্রোণী সহ শহরের একাধিক জায়গায় বিদ্যুতের তার পড়ে থাকতে দেখা গেছে। বহু জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সিইএসসি-র ওপর দায় চাপানো এবং মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার দাবির পর সংস্থার এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে এই বিপুল বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে ওড়িশা সংলগ্ন অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং আগামী ২৪ ঘণ্টায় তার অবস্থানের কোনো বদল ঘটবে না। এর ফলে আগামী কয়েক ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *