বালিগঞ্জের পর এবার গড়িয়াহাটা! দুর্যোগের শহরে পরপর অগ্নিসংযোগ, আসল কারণ কী – এবেলা
September 24, 2025
এবেলা ডেস্কঃ
কলকাতা শহরে পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনসের দুটি দোকানে বিধ্বংসী আগুনের পর দুপুরে ফের গড়িয়াহাটার এক রেস্তরাঁয় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন, যারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে রেস্তরাঁর কর্মী ও স্থানীয়দের মধ্যে।
ঠিক কী কারণে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে, বিকেল চারটের কিছু পরে হঠাৎ রেস্তরাঁর রান্নাঘরে আগুন দেখতে পান কর্মীরা। দ্রুত তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তবে সৌভাগ্যবশত, প্রবল বৃষ্টির কারণে এদিন রেস্তোরাঁয় ভিড় কম থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। যদিও এই পরপর দুটি অগ্নিকাণ্ড শহরের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।