সিঁদুরে পাক মিসাইলকে গুঁড়িয়ে দিল ‘সুদর্শন চক্র’, এবার ভারতে আসছে আরও শক্তিশালী সংস্করণ – এবেলা

এবেলা ডেস্কঃ

‘অপারেশন সিঁদুরে’ পাকিস্তানের মিসাইল হামলা রুখে দিয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছিল ভারতের ‘সুদর্শন চক্র’ বা এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা। এবার সেই এস-৪০০-এর আরও একটি নতুন সংস্করণ ভারতের হাতে আসতে চলেছে। প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে মস্কো থেকে এই সামরিক সরঞ্জাম পেতে চলেছে নয়াদিল্লি।

একটি রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারত ও রাশিয়ার মধ্যে হওয়া পূর্ববর্তী চুক্তি অনুযায়ী, মস্কো ভারতকে মোট পাঁচটি এস-৪০০ মিসাইল সরবরাহ করবে। এর মধ্যে চারটি ইতিমধ্যেই ভারতের হাতে পৌঁছেছে। বাকি পঞ্চম মিসাইলটি আগামী বছর, ২০২৬ সালে সরবরাহ করা হবে।

২০১৮ সালে চীনের সঙ্গে চলমান উত্তেজনার আবহে রাশিয়া থেকে মোট ৫টি এস-৪০০ কেনার জন্য ভারত ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল। এই শক্তিশালী ব্যবস্থা অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং ৪০০ কিলোমিটার দূর থেকেই তা নিষ্ক্রিয় করে দিতে সক্ষম। বর্তমানে পাকিস্তান ও চীনের দিকে নজর রেখে ভারতের পাঞ্জাব, রাজস্থান এবং উত্তর-পূর্বের সীমান্ত এলাকায় তিনটি এস-৪০০ মোতায়েন রয়েছে। এর শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতা ভারতের উত্তর, পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলকে পুরোপুরি সুরক্ষিত রাখতে সাহায্য করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *