কেন্দ্রীয় মন্ত্রী কেন হঠাৎ মাইক্রোসফট ছেড়ে দিলেন, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা! – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের একটি ঘোষণা সম্প্রতি জোর চর্চা শুরু করেছে। তিনি জানিয়েছেন, এখন থেকে আর মাইক্রোসফট অফিস বা গুগল ওয়ার্কস্পেস ব্যবহার করবেন না। নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের জন্য তিনি ব্যবহার করবেন সম্পূর্ণ দেশীয় প্ল্যাটফর্ম জোহো। মন্ত্রীর এই পদক্ষেপকে ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তামিলনাড়ুর চেন্নাই-ভিত্তিক এই ভারতীয় কো ম্পা নিটি বিশ্বজুড়ে তাদের ব্যবসা বিস্তার করেছে। আজ এটি ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে এক বিশাল সফটওয়্যার প্ল্যাটফর্ম। জোহোর মূল শক্তি হল এর স্বচ্ছ ডেটা প্রাইভেসি পলিসি, সাশ্রয়ী সাবস্ক্রিপশন এবং দেশীয় কো ম্পা নি হিসেবে ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডকে তুলে ধরা। মন্ত্রীর এই সিদ্ধান্ত থেকে অনুমান করা যায়, দেশের প্রযুক্তিতে আত্মনির্ভরতা বাড়ানোর জন্য সরকার কতটা উদ্যোগী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *