ট্রাম্পের এক দাবি ঘিরে তোলপাড় বিশ্ব! প্যারাসিটামল খেলেই কি শিশুদের অটিজম হবে? – এবেলা
এবেলা ডেস্কঃ
প্যারাসিটামল, যা বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত একটি ওষুধ, এবার সেই ওষুধ নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গর্ভাবস্থায় এই ব্যথানাশক ওষুধ খেলে গর্ভস্থ শিশুদের অটিজম হওয়ার ঝুঁকি বাড়তে পারে। ট্রাম্পের এমন মন্তব্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে শোরগোল।
সোমবার মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের পাশে নিয়ে একটি সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই দাবি করেন। তিনি বলেন, “আমেরিকায় অটিজমের প্রকোপ ক্রমশ লাগামহীন হয়ে উঠছে। আমার ধারণা, এর কারণ হয়তো আমরা খুঁজে পেয়েছি। কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীরা যখন অ্যাসিটামিনোফেন (যা টাইলেনল বা প্যারাসিটামলের মূল উপাদান) গ্রহণ করেন, তার সঙ্গে অটিজমের সংযোগ থাকতে পারে।” যদিও ট্রাম্প এটাও স্বীকার করেছেন যে, এই ওষুধই অটিজমের একমাত্র কারণ, এমনটা এখনো প্রমাণিত নয়।
ট্রাম্পের এই দাবি অবশ্য চিকিৎসক ও বিজ্ঞানীদের কাছে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। তারা অবিলম্বে এই দাবি খারিজ করে দিয়েছেন।
চিকিৎসকদের মতে, ট্রাম্প যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা বলছেন, অটিজম হলো একটি স্নায়বিক রোগ, যা শিশুর আচরণে প্রকাশ পায় এবং এতে শিশুরা নিজেদের মধ্যে গুটিয়ে থাকে। এর কারণ এখনও সম্পূর্ণ স্পষ্ট না হলেও, প্যারাসিটামলকে এর জন্য দায়ী করা পুরোপুরি ভুল।
আমেরিকায় প্যারাসিটামল অ্যাসিটামিনোফেন নামে পরিচিত এবং এটি জ্বর ও ব্যথার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শিশু ও নবজাতকদের জন্যও এর বিশেষ সংস্করণ রয়েছে। চিকিৎসকদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া যেকোনো ওষুধই বিপজ্জনক হতে পারে। কিন্তু প্যারাসিটামলের সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক রয়েছে, এমন কোনো বৈজ্ঞানিক তথ্য বা গবেষণা আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাই ট্রাম্পের এই ধরনের মন্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন।