নীরবতা ভেঙে করুণ পরিণতির কথা জানালেন স্বামী, প্রসবের সময় কেন মৃত্যু হল মা ও সন্তানের – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানানোর আনন্দ এক নিমেষে বদলে গেল জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নে। প্রসবের সময়ই মৃত্যু হয় স্ত্রী এবং সদ্যোজাত সন্তানের। এক ব্যক্তি নিজের জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতা রেডইট প্ল্যাটফর্মে শেয়ার করেছেন। তিনি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় স্ত্রীর শারীরিক জটিলতাগুলি নজর এড়িয়ে গিয়েছিল এবং তার ফল কতটা ভয়ানক হয়েছে, সেই কথা তিনি তুলে ধরেছেন। প্রসবের কয়েক দিন আগে থেকেই তাঁর স্ত্রীর শরীরে নানা অসুস্থতা দেখা দিয়েছিল। পায়ে ফোলা ভাব, মাথাব্যথা ও পেটে ব্যথার মতো সমস্যা হচ্ছিল। চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও, তার স্ত্রী তা গুরুত্ব দেননি।
চিকিৎসকেরা জানান, এটি ছিল প্রি-এক্লাম্পসিয়া, যা গর্ভাবস্থার একটি গুরুতর জটিলতা। এই অবস্থায় উচ্চ রক্তচাপ বাড়ে এবং নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ওই ব্যক্তি আক্ষেপ করে বলেন, যদি সময় মতো ধরা পড়ত, তাহলে হয়তো পরিস্থিতি সামাল দেওয়া যেত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি আরও জানান, তার স্ত্রী রক্ষণশীল পরিবেশে বড় হয়েছিলেন, যেখানে নিজের শারীরিক কষ্ট বা সমস্যার কথা প্রকাশ করা দুর্বলতার লক্ষণ বলে মনে করা হত। এই নীরবতাই শেষ পর্যন্ত মা ও সন্তানের জীবন কেড়ে নিল। তিনি নিজের পোস্টে সকলকে সচেতন করেছেন, কোনো কষ্ট বা সমস্যা ভেতরে চেপে না রেখে তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।