শেষকৃত্যের আগেই স্বামীর জন্য বিশেষ উপহার, জুবিনের জন্য নিজের হাতে কী করলেন স্ত্রী? – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটি: অকালে চলে গেলেন আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। রবিবার কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় গুয়াহাটিতে। এরপর থেকেই প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে শোকে আচ্ছন্ন গোটা আসাম। মঙ্গলবার সকাল দশটায় কামরূপের সোনাপুরে সম্পন্ন হয় জুবিনের শেষকৃত্য।

এই শোকের দিনে স্বামীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্ত্রী গরিমা শইকীয়া। স্বামীর জন্য শেষ মুহূর্তের শ্রদ্ধা জানাতে তিনি একটি বিশেষ কাজ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গরিমা সুপারি দিয়ে পান সাজছেন। জুবিন পানের খুব ভক্ত ছিলেন। তাই স্বামীর জন্য এটিই ছিল গরিমার শেষ উপহার। এই দৃশ্য দেখে আবেগে ভাসেন জুবিন ভক্তরাও।

শিল্পীর মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছিল, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। তবে বেশ কিছু প্রশ্ন ওঠায় আসাম সরকার দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয়। এরপরই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়।

রবিবার জুবিনের মরদেহ প্রথমে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর বাবা এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তা অর্জুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে অনুরাগীদের ঢল নামে। শিল্পীর পোষ্যদেরও সেখানে আনা হয়, সেই ভিডিওটিও ভাইরাল হয়। জুবিন গর্গের অকাল প্রয়াণে আসামের সাংস্কৃতিক জগতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *