ডোনাল্ড ট্রাম্পের চাপ সত্ত্বেও ভারতকে নিয়ে বড় ঘোষণা! ৩ মার্কিন সংস্থা কেন ভারতের ওপর ভরসা রাখছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক বসাচ্ছেন এবং ভিসার খরচ বাড়াচ্ছেন, তখন উল্টো দিকে আমেরিকার বড় বড় রেটিং এজেন্সিগুলো কিন্তু ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। গত দু’দিনে আমেরিকার তিনটি বড় সংস্থা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আস্থা দেখিয়েছে। প্রথমে জেফরিজ, তারপর জেপি মরগ্যান এবং এবার বিখ্যাত রেটিং সংস্থা এস&পি ভারতের অর্থনৈতিক শক্তির প্রশংসা করেছে।


এস&পি গ্লোবাল রেটিংস মঙ্গলবার জানিয়েছে, তারা ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৫ শতাংশেই রাখছে। এর কারণ হিসেবে সংস্থাটি জানিয়েছে, ভারতে ভালো বর্ষার সম্ভাবনা এবং অভ্যন্তরীণ বাজারের চাহিদা খুবই শক্তিশালী। এস&পি আরও জানিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট ০.২৫ শতাংশ কমাতে পারে, কারণ তারা মূল্যস্ফীতির পূর্বাভাস কমিয়ে ৩.২ শতাংশে নামিয়ে এনেছে। উল্লেখ্য, জুন ত্রৈমাসিকে ভারতের মোট দেশজ উৎপাদন (GDP) ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।


সরকারি বিনিয়োগ বাড়বে, দাবি এস&পি

এস&পি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর আস্থা রেখে বলেছে, চলতি অর্থবর্ষে (যা ৩১ মার্চ, ২০২৬-এ শেষ হবে) ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে স্থিতিশীল থাকবে। সংস্থাটির অনুমান, অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকবে কারণ স্বাভাবিক বর্ষা, আয়কর ও পণ্য পরিষেবা কর হ্রাস এবং সরকারি বিনিয়োগের কারণে অর্থনীতি গতি পাবে। রেটিং সংস্থাটি আরও জানিয়েছে, খাদ্যের মূল্যস্ফীতি অপ্রত্যাশিতভাবে কমায় চলতি বছরে মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকবে। এস&পি বলেছে, “এর ফলে আরও আর্থিক নীতি সংস্কারের সুযোগ তৈরি হবে। আমাদের অনুমান, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে সুদের হার (রেপো রেট) ০.২৫ শতাংশ কমাতে পারে।”


আমেরিকার শুল্কের চাপ সামলাবে ভারত

এস&পি তাদের ‘এশিয়া-প্যাসিফিক ফোর্থ কোয়ার্টার ২০২৫: এক্সটারনাল প্রেসার ডিক্রিজিং গ্রোথ’ শীর্ষক রিপোর্টে বলেছে যে, পুরো এশিয়া অঞ্চলে অভ্যন্তরীণ চাহিদা শক্তিশালী থাকায় মার্কিন শুল্ক বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাব অনেকটাই কমে যাবে। রিপোর্টে বলা হয়েছে, “মার্কিন শুল্কের প্রভাব ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান বাজারগুলোর ওপর কিছুটা খারাপ প্রভাব ফেলেছিল, তবে ভারত শীঘ্রই এই চাপ কাটিয়ে উঠে এগিয়ে যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *