আর্লি পুজোর ছুটি কেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, মঙ্গলবারেই শহরে পুজো শুরু। এই পরিস্থিতিতে শহরের সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি এগিয়ে আনার বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গেছে, মূলত আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত পুজো শুরু হওয়ার কথা ছিল ২৬ অক্টোবর থেকে, কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে এই ছুটি দু’দিন এগিয়ে আনা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ২৪ ও ২৫ অক্টোবর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, সরকার পোষিত, এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধ থাকবে।

বৃষ্টির কারণে শুধু স্কুলই নয়, অন্যান্য পরিষেবাও বিপর্যস্ত। শহরের একাধিক এলাকা জলমগ্ন। এই পরিস্থিতি সামলাতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ করা হয়েছে কিছু এলাকায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা এই দুর্যোগের কারণে কর্মক্ষেত্রে পৌঁছতে পারছেন না, তাদের অনুপস্থিতিকে ছুটি হিসেবে ধরা হবে না। তিনি বেসরকারি সংস্থাগুলোকেও একই ধরনের মানবিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে, দুর্যোগে মৃতদের পরিবারকে সিইএসসি-এর পক্ষ থেকে সহায়তা দেওয়ার বিষয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *