প্রচণ্ড বৃষ্টিতে ডুবল কলকাতা, কেন অন্ধকার শহরের একাংশ? চমকে দেবে কারণটা – এবেলা

এবেলা ডেস্কঃ

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার জনজীবন। রাতভর মুষলধারে বর্ষণে শহরের বিস্তীর্ণ অঞ্চল এখন জলের নিচে। এই পরিস্থিতিতে নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে শহরের কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিইএসসি। সংস্থাটি তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, বেনিয়াপুকুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ, আলিমুদ্দিন স্ট্রিট, কাঁকুরগাছির একাংশ, টালিগঞ্জ, বেহালা, এলগিন রোড এবং আরও কয়েকটি জায়গায় জমা জলের কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন। মানিকতলা থেকে মুদিয়ালি পর্যন্ত বহু রাস্তায় জল জমে যানবাহন চলাচল থমকে গেছে। রাস্তাঘাট, গাড়ি, অটো সবই ডুবে গেছে। একইসঙ্গে রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। রেল জানিয়েছে, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে রেললাইনে জল জমেছে। মেট্রো পরিষেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, জল সরানোর কাজ চলছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এই অপ্রত্যাশিত বৃষ্টিতে শহরের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *