কম দামে আইফোন কেনার স্বপ্ন ভাঙল! Flipkart-এ অর্ডার বাতিল হওয়ার কারণ কী? – এবেলা
এবেলা ডেস্কঃ
দীপাবলির আগেই শুরু হয়েছে Flipkart-এর বিগ বিলিয়ন ডে’জ সেল ২০২৫। এই সেলে নানা ধরনের স্মার্টফোন ও ইলেকট্রনিক্স ডিভাইসের উপর আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। বিশেষ করে Apple-এর নতুন iPhone 16 সিরিজ এবং iPhone 16 Pro মডেলের উপর বড় ছাড় দেখে বহু ক্রেতা আনন্দে আত্মহারা হয়ে অর্ডার দিয়ে দেন। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
অনেক গ্রাহকই অপেক্ষাকৃত কম দামে নতুন iPhone 16 এবং iPhone 16 Pro বুক করেছিলেন। যেখানে iPhone 16-এর ১২৮ জিবি মডেল মাত্র ৫১,৯৯৯ টাকায় এবং iPhone 16 Pro-এর ১২৮ জিবি মডেল ৭৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছিল। এমন অপ্রত্যাশিত ছাড় দেখে অনেকেই দ্রুত অর্ডার করে দেন এবং পেমেন্টও সফলভাবে সম্পন্ন হয়।
কিন্তু এরপরই ঘটে সেই অবাক করা ঘটনা। অনেক গ্রাহক অভিযোগ করেন যে, অর্ডার দেওয়ার কয়েক ঘণ্টা পরেই Flipkart তাদের অর্ডার বাতিল করে দিয়েছে। Flipkart-এর পক্ষ থেকে ‘Payment Failure’ বা পেমেন্ট ব্যর্থ হওয়ার কথা বলা হলেও, গ্রাহকরা বলছেন যে তাদের পেমেন্ট সফল হয়েছিল।
এই ঘটনার পর অনেক ক্রেতা হতাশ হয়ে নিজেদের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন। এক্স-এর মতো প্ল্যাটফর্মে অনেকেই তাদের অর্ডার বাতিলের স্ক্রিনশট শেয়ার করে Flipkart-এর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। এই বিপুল সংখ্যক অর্ডার বাতিলের ঘটনা প্রযুক্তি জগতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি Flipkart-এর পক্ষ থেকে দামে কোনো ভুল হয়েছিল? না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে?
Sad to see that flipkart had cancelled soo many iPhone 16 series ordered during BBD Sale, This is the case every year and this is very sad
How can this price drop be trusted? pic.twitter.com/Q1o2X80sKd
— Techno Ruhez (@AmreliaRuhez) September 23, 2025