প্রলয়ঙ্করী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা, শহরের রাস্তায় কোমর সমান জল, বিঘ্নিত জনজীবন – এবেলা
এবেলা ডেস্কঃ
গত সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত গোটা কলকাতা। টানা বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট জলমগ্ন। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই একই ছবি। এমনকি যেসব এলাকায় সাধারণত জল জমে না, সেখানেও জল থইথই করছে। এর ফলে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বড় সিদ্ধান্ত নিয়েছে একাধিক কর্তৃপক্ষ। কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা ও ক্লাস বাতিল করা হয়েছে। অনেক সরকারি স্কুলেও ছুটি ঘোষণা করা হয়েছে। জলমগ্ন পরিস্থিতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ট্রেন ও মেট্রো চলাচলেও ব্যাপক বিঘ্ন ঘটেছে। পুজোর মুখে এই পরিস্থিতি মৃৎশিল্পীদেরও চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ায় বইয়ের দোকানসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।