কলকাতা কেন ডুবলো! ৭৫-এর বন্যা ফিরিয়ে আনলো ফিরহাদ হাকিমের স্মৃতি, কখন নামবে জল? – এবেলা
এবেলা ডেস্কঃ
অন্ধকার রাত থেকে ভোরের আলো, মাত্র কয়েক ঘণ্টার তুমুল বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ, মধ্য কলকাতা থেকে সল্টলেক, কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল। ডুবে রয়েছে রাস্তাঘাট, যানবাহনের চাকা জলের নিচে। থমকে গিয়েছে ট্রেন ও মেট্রো পরিষেবা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। শহরে ঘটে চলা মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা যেন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। শহরের এই জলমগ্ন পরিস্থিতি দেখে অনেকেই ১৯৭৮ সালের বন্যার ভয়াবহতার কথা মনে করছেন।
এই পরিস্থিতিতে শহরের মেয়র ফিরহাদ হাকিম নিজেই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে সারাক্ষণ নজর রাখছেন। তিনি জানান, ছোটবেলা থেকে এমন পরিস্থিতি দেখেননি এবং ১৯৭৮ সালের বন্যার স্মৃতি তাঁর মনে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, যদি আর বৃষ্টি না হয় তবে আশা করা যায় রাতের মধ্যে জল নেমে যাবে। মেয়র একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন, দুস্থ মানুষদের জন্য স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে এবং সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে। গঙ্গার আসন্ন বান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, কারণ সেক্ষেত্রে লকগেট খোলা থাকলে বিপদ আরও বাড়তে পারে।