পুজোর আগেই জোড়া নিম্নচাপের থাবা, ভাসছে কলকাতা! আরও বড় দুর্যোগের পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা যেন বিদায় নিতেই চাইছে না, উল্টে বাড়ছে দাপট। পুজোর আগে জোড়া নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রথম নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর রেশ কাটতে না কাটতেই ২৫ সেপ্টেম্বর নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যা পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এই জোড়া নিম্নচাপের সাঁড়াশি আক্রমণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৭ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী কয়েক দিন প্রবল বর্ষণ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের গড় বৃষ্টিপাত হয়েছে ২৪৭.৫ মিমি। বিশেষ করে যাদবপুর, টালিগঞ্জ, চেতলা, তপসিয়ার মতো এলাকায় জল জমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও, দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *